কলেজ স্ট্রিটে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ৫৮ কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটের একটি পুরনো বাড়ির বারান্দা ভেঙে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়িটি মেরামতের কাজ চলছিল। সেই কাজে যুক্ত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। এদিন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। তিনজন শ্রমিক গুরুতর আহত হন। তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ির ভেতরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করে দমকল বাহিনী।