বসন্তের শেষে বৃষ্টির সম্ভবনা রাজ্যজুড়ে। সূএের খবর, পশ্চিমের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নয়টি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি শুক্রবার কলকাতা-সহ সারা রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সাথে কালবৈশাখী ঝড় হতে পারে বলে পূর্বাভাস। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার জেরে ঝড়ও বৃষ্টি হওয়ার সম্ভবনা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।