চলতি সপ্তাহের প্রথম থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই মুখভার আকাশের। তবে সকালের দিকে কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে শহর। এরপর বেলার দিক থেকে আবারও আকাশ মেঘলা থাকে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতার পাশাপাশি দক্ষিনবঙ্গের বাকি জেলা গুলিতেও। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার দুই বিপরীত ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহের প্রথম দিকে যে পরপর বৃষ্টি হবে, সেই ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিল হাওয়া অফিস। বৃষ্টিপাতের জেরে তাপমাএার পারদ নিম্নমূখী। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়াও ভিজেছে বৃষ্টিতে। তবে বসন্তের শেষে এমন অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতির সম্ভবনার আশঙ্খা করছেন কৃষকরা।