কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসেই পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন আচার্য তথা
রাজ্যপাল জগদীপ ধনকড়। এমনকি তার গাড়ি ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। আর যার ফলে গাড়িতেই
আটকে রইলেন আচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আচার্যের উপস্থিতি নিয়ে যে গন্ডগোল হবে, তার আঁচ
ছিলই। যার জন্য মঙ্গলবারের অনু্ষ্ঠান ঘিরে নজরুল মঞ্চে পুলিশের কড়া নজরদারিও ছিল। জানাযায়, নির্ধারিত সময়ে
নজরুল মঞ্চে সমাবর্তন অনুষ্ঠানে যাওয়ার সময় হাতে CAA-NRC বিরোধী পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে পড়ুয়ারা বিক্ষোভ
দেখাতে থাকে। যারফলে নজরুল মঞ্চের ভিতরে এবং বাইরে চলে বিক্ষোভ। যদিও এদিন রাজ্যপালের গাড়ি ঘিরে এমন
বিক্ষোভের মধ্যেই নজরুল মঞ্চে গিয়ে পৌঁছন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কলকাতা
বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি’লিট পাবেন। তা গ্রহণ করতেই তাঁর আসা। কিন্তু পড়ুয়াদের এমন বিক্ষোভ দেখে
হতবাক তিনিও। পরিস্থিতি শান্ত করতে উপাচার্য নিজে পড়ুয়াদের কাছে কার্যত হাত জোড় করতে অনুরোধ জানান, যাতে
তাঁরা বিক্ষোভ থামিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। তাঁর কোনও কথাই মানতে নারাজ
বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, আচার্য ফিরে না গেলে তাঁরা কিছুতেই অনুষ্ঠানে যোগ দেবেন না। পরে অবশ্য উপাচার্য
ভিতরে ঢুকলেও, মঞ্চে তিনি ওঠেননি। এসব দেখে বিরক্ত হন অধিকাংশ প্রাক্তনী। তাঁদের বক্তব্য, এটা প্রতিবাদের নামে বিশৃঙ্খলা। আন্দোলন সঠিক পথে হলে তা সমর্থনযোগ্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এমন আচরণ লজ্জার। এরপরই অভিযোগ উঠতে শুরু করে যে বিক্ষোভকারী পড়ুয়াদের মধ্যে বহু বহিরাগতও মিশে রয়েছে। তবে এত কড়া নিরাপত্তার
পরও কিভাবে বহিরাগত প্রবেশ করল তা নিয়ে উঠছে প্রশ্ন?