January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতা বই মেলা থেকে গ্রেপতার ৬ পকেটমার

কলকাতা আন্তর্জাতিক বই মেলা থেকে গ্রেপতার ৬ পকেটমার। সূত্রের খবর, এদিন কলকাতা বইমেলায় সন্দেহজনক ভাবে এক যুবককে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করাতেই বেরিয়ে আসে পুরো গ্যাং। ওই যুবক নিজে মুখে স্বীকার করে যে বইমেলাতে তাঁরা ছিনতাই ও পকেটমারের জন্যে জড়ো হয়েছিল। তারপর ওই যুবককে সঙ্গে নিয়ে পুলিশ তল্লাশি করলে জালে আরও ৫ জন ধরা পড়ে। আজ ধৃত ছয় জনকে বিধাননগর কোর্টে তোলা হবে বলে খবর। জানা গিয়েছে, অভিযুক্তরা মল্লিকপুর, বাড়ুইপুরস তোপসিয়া এলাকার বাসিন্দা। পুলিস সূত্রে জানা যায়, এখনো পর্যন্ত এই বই মেলা থেকে কমপক্ষে ২০জন পকেট মারকে গ্রেফতার করেছে পুলিশ।