December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতা পুরসভার উদ্যোগে জীবাণুমুক্ত স্প্রে করা হচ্ছে শহরে

করোনা ভাইরাসের থাবায় গোটা দেশ ভয়ে কম্পিত | করোনা মোকাবিলা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়ই | এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন 87 জন | তার মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের | তবে সুখবর 13 জন সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন | এরমধ্যেই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জীবাণুমুক্ত স্প্রে করছেন কলকাতা পুরসভার সাফাই বিভাগে কর্মীরা | বুধবার সকালে উল্টোঙার মাঠের বাজারে শুরু হয়েছে করোনার জীবানুমুক্ত করার কাজ। বিশেষ স্প্রে মেশিন দিয়ে এদিন জীবানুমুক্ত করার কাজ করেন কলকাতা পুরসভার সাফাই বিভাগের কর্মীরা। কয়েকদিন আগে কলকাতায় ফুটপাতবাসীদের মধ্যে করোনার জীবানু পাওয়া গিয়েছে। সকালে কলকাতার বাজারে বেশ ভিড় হচ্ছে। সাধারন মানুষ প্রতিতিন কেনাকটার জন্য বাজারে আসছেন। এছাড়াও দূরদুরান্ত থেকে আসছে শব্জী। তারমধ্যে যাতে করোনার ভাইরাস থাবা না বসাতে পারে তারজন্য করোনার জীবানুমুক্ত করতে চলছে বিশেষ স্প্রে।