করোনা ভাইরাসের গ্রাসে গোটা রাজ্য। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়ই। কিন্তু তা সত্বেও প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এবার কলকাতায় শোনা গেল করোনাই আক্রান্ত হয়েছেন এক পুলিশ কর্মী। আক্রান্ত ওই পুলিশকর্মীকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, জোড়াবাগান থানা ট্রাফিক গার্ডের কনস্টেবল ওই পুলিশকর্মীর রিপোর্টে করোনা পজিটিভ আসে। তারপরই তাকে এমআর বাঙ্গুর হাসপাতাল ভর্তি করা হয়। পাশাপাশি ওই পুলিশকর্মীর সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন পাঠানো হবে বলেও জানা গিয়েছে। কলকাতা গার্ডেনরিচ থানার ওসি করোনা আক্রান্ত হওয়ার পর, এক এক করে উঠে আসে পুলিশকর্মীদের করোনা আক্রান্তের খবর। সূএের খবর, কলকাতার পাশাপাশি হাওড়ায় তিন পুলিশকর্মী করোনা আক্রান্ত হন। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তাঁরা এখনো ভর্তি রয়েছেন হাসপাতালে।