September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতায় আবারও করোনার ত্রাস,বালিগঞ্জের তরুণের শরীরে মিলল করোনা ভাইরাস

কলকাতায় আবারও করোনার থাবা। নাইসেড সূত্রে খবর,, বালিগঞ্জের অভিজাত এক পরিবারের ছেলের শরীরে এই করোনার জীবানু পাওয়া গিয়েছে। আপাতত তাকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, লন্ডন থেকে গত ১৩ মার্চ দিল্লি হয়ে কলকাতায় ফেরেন ওই তরুণ। দিল্লি বিমানবন্দরে সে বেশ কয়েকঘন্টা তার দুই বন্ধুদের সঙ্গে কাটিয়েছিলেন। সূত্রের খবর, ওই তরুণের সঙ্গে থাকা বাকি দুই যুবকও করোনায় আক্রান্ত। তাদের মধ্যে একজন পাঞ্জাব এবং অন্যজন ছত্রিশগড়ের বাসিন্দা। অনুমান করা হচ্ছে তাদের থেকেই বালিগঞ্জের ওই যুবকের দেহে এই ভাইরাসটি ঢোকে।

কলকাতায় ফেরার পর ওই তরুণকে সরকারের তরফে সেল্‌ফ আইসোলেশনে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ১৬ তারিখ থেকেই সর্দি-কাশি শুরু হয় তরুণের। করোনার অন্যান্য উপসর্গও দেখা দেয় তাঁর শরীরে। তাই দেরি না করে পরের দিনই তিনি হাসপাতালে হাজির হন। তাঁর লালার নমুনা পরীক্ষার পর আইসেড জানায়, তরুণ করোনায় আক্রান্ত। আপাতত বেলেঘাটা আইডির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাকে ।

এরসঙ্গে তার মা-বাবা, দাদু-দিদাকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে বালিগঞ্জের যে অভিজাত আবাসনে তরুণ থাকেন, সেই জায়গাটিকেও কড়া নজরে রাখা হচ্ছে এবং এই তরুণ আর কারও সঙ্গে মেলামেশা করেছেন কি না, তাও জানার চেষ্টা করা হচ্ছে।