নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকার তৃতীয় দফায় লকডাউন বাড়ানোর ঘোষণা করার পর কলকাতার সব থানাকে নতুন করে সতর্কবার্তা পাঠালেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। সূত্রের খবর, কলকাতা পুলিশের সব স্তরের কর্মী অফিসারদের উদ্দেশ্যে পুলিশ কমিশনারের বার্তা দিলেন, “এতদিন ধরে আপনারা যেভাবে কাজ করছেন, যে উদ্যম নিয়ে কাজ করছেন সেভাবেই আগামী দিনগুলোতে কাজ করতে হবে। কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, লকডাউনের নিয়ম মানা, যত্রতত্র থুতু ফেলা বা নোংরা ফেলতে দেখলে সে ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে হবে। যারা এসব নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন।”