September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

কলকাতার রামগড় বাজারে বসানো হলো স্যানিটাইজার টানেল

করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ নিল কলকাতা পুরসভা। ইতিমধ্যে করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্য সরকার। করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব আতঙ্কিত। এই করোনা ভাইরাসের মোকাবিলা কলকাতা পৌরসভার উদ্যোগে কলকাতার রামগড় বাজারে বসানো হলো স্যানিটাইজার টানেল। বুধবার বিকেলেই এটি উদ্বোধন করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এর আগে এই টানেল বসানো হয়েছিল ভারতের বিভিন্ন প্রান্তে। তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা, হরিয়ানা সহ বিভিন্ন জায়গায়। এবার সেই পথেই কলকাতা পুরসভার উদ্যোগে কলকাতাতে প্রথমবার বসানো হল স্যানিটাইজার টানেল। এই টানেলের মধ্যে প্রবেশ করলেই সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্পে জীবাণুমুক্ত হয়ে যাবে শরীরের বাইরের অংশ। বুধবার এটি উদ্বোধনের পর এই টানেল সকলের জন্য খুলে দেওয়া হয়। জনবহুল এলাকায় এই টানেল বসানোর ফলে শহরবাসী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এই টানেল বসানোতে খুশি সাধারন মানুষ।