নিজেস্ব প্রতিনিধি, মালদাঃ কলকাতার একটি বেসরকারি সংস্থা বাঁশদ্রোনি হৃদির উদ্যোগে মঙ্গলবার ১১০ টি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান, সয়াবিন দিয়ে সাহায্য করা হয়েছে মালদহের চাঁচল এলাকায়। সূত্রের খবর, বেসরকারি সংস্থার সদস্যা অর্চনা দাস ও প্রদীপ্তা ঘোষের সহায়তায় এই খাদ্য সামগ্রী এক সপ্তাহ ধরেই বিতরণ হচ্ছে।
সোমবার চাঁচলের জয়বাংলা ও খুঁড়িয়াল গ্রামে দুস্থদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা। কর্মহীন দরিদ্র পরিবার গুলির মাঝে তারা এসে খাদ্য সামগ্রী বিতরণীতে উদ্যোগী হওয়ায় একরাশ কুর্নিশ জানাচ্ছে চাঁচলবাসীর একাংশ।
তাদের প্রতিনিধি সৌম্যশ্রী সাহা রাইয়ানরাও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন বাঁশদ্রোনী হৃদিকে। এলাকায় গিয়ে সামাজিক দুরত্ব অবলম্বন করে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন বাঁশদ্রোনী হৃদি নামক বেসরকারি সংস্থাটি।