কর ফাঁকি দেওয়ার অভিযোগ এবার বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার বিরুদ্ধে | তবে এই কর সংক্রান্ত বিষয় একের পর এক নোটিশ জারি করেছে কর বিভাগ | আর সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করলেন অনুষ্কা |
প্রসঙ্গত ২০১২ থেকে ২০১৬ চার বছর যে হিসেব কর বিভাগে জমা দিয়েছেন অভিনেত্রী সেই হিসেবে গলদ রয়েছে বলে দাবি কর বিভাগের | বম্বে হাইকোর্টে চারটি আবেদন জানিয়েছেন অনুষ্কা | সেই আবেদনের মধ্যে দুটি আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার | তবে ডিভিশন তরফে জানা গিয়েছে, নায়িকার অভিযোগের ভিত্তিতে কর বিভাগকে তাদের জবাব জমা দিতে হবে | মামলার পরবর্তী শুনানি আগামী ৬ই ফেব্রুয়ারি |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়