January 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

কর্ণাটকের টুমকুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় মৃত ১৩

কর্ণাটকের টুমকুরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের টুমকুর জেলার কুনিগাল তালুকের বালাদেকেরের কাছে, ৭৫ নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর, শুক্রবার ভোররাতে একটি তামিলনাড়ু থেকে আর অন্য গাড়টি ধর্মাস্থালা নামে একটি এলাকা থেকে আসছিল।

এরপর আনুমানিক রাত ৩টে নাগাদ বালাদেকেরে এলাকার কাছে এসে রাস্তার উপর থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ১৩ জনের।

জানা গিয়াছে, তাঁরা হলেন, গৌরাম্মা(৬০), রত্নাম্মা(৫২), সুন্দর রাজ(৪৮), মঞ্জুনাথ(৩৫), সারিথা(৩২), রাজেন্দ্র(২৭), সন্দীপ(৩৬), মধু(২৮), তনুজা(২৫), প্রসন্ন(১৪)। এছাড়া মৃতদের মধ্যে এক বছরের একটি শিশুকন্যাও আছে। এরসাথে ঘটনায় জখম হন আরো চারজন। তাঁদের বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।