ট্যাংরার এক দম্পত্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, করোনার উপসর্গ দেখা গিয়েছিল তার শরীরে। যদিও প্রথমে মৃত্যু হয় স্ত্রীর। জানা গিয়েছে, এরপরই 19 এপ্রিল অসুস্থ হয়ে পড়েন ওই মহিলার স্বামী। তাকে nrs হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। এরপর করোনা সন্দেহে ওই ব্যক্তির দেহ আটকে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। যদিও ঠিক কি কারণে এই মৃত্যু তা এখনো জানা যায়নি। তবে জানা গিয়েছে, অন্যদিকে স্বামী -স্ত্রীর মৃত্যুর কারন খতিয়ে দেখছে সরকারের ডেথ অডিট কমিটি।