November 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সতর্কতায় কি কি করবেন? বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর

বিশ্ব জুড়ে ছড়িয়েছে করোনার আতঙ্ক। আর তা থেকে বাদ নেই পশ্চিমবঙ্গও। আর এবার করোনার সংক্রমণ রুখতে বিশেষ পরামর্শ দিলেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এখনও থাবা বসাতে পারেনি এই মারন ভাইরাস। কিন্তু তা বলে সতর্কতায় বিন্দু মাত্র কমতি রাখতে চায়না রাজ্য প্রশাসন। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইলিগ জয়ী মোহনবাগান ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে এসে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘সর্দি-কাশি হলে ভয় পাবেন না। সব ভাইরাসই করোনা নয়। যেমন, সব মশা ডেঙ্গির নয় আর সব মাছ ইলিশ নয়। তবে সতর্কতা মেনে চলবেন। আপনার হাঁচি-কাশি অন্যের জন্য সমস্যা না হয়। কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচুন। কারোর মুখের সামনে গিয়ে কথা বলবেন না। বরং ন্যূনতম ৫ মিটারের দূরত্ব বজায় রাখুন। করোনা না যাওয়া পর্যন্ত কারোর সঙ্গে হাত মেলাবেন না, নমস্কার করবেন।’

‘আধঘণ্টা অন্তর অন্তর একটু হলেও জল খান। ভালো করে রান্না করে খাবার খান। হাত, নখ, কনুই পর্যন্ত পরিষ্কার করুন। স্যানিটাইজার ব্যবহার করুন। সর্দি-কাশির পর যদি টিস্যু ব্যবহার করেন, তবে তা ঘরে ফেলবেন না। ডাস্টবিনে ফেলুন।’ এদিন এককথায় অভিভাবকের মতই রাজ্যবাসীকে করোনা থেকে রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।