করোনা ভাইরাস নিয়ে এস্ত গোটা বিশ্ব। আর এই পরিস্থিতিতে গৃহবন্দী সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই৷ আগামী 14 এপ্রিল পর্যন্ত গৃহবন্দী থাকার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ করোনা মোকাবিলায় বলিউড সেলিব্রিটিরা গৃহবন্দী রেখেছেন নিজেদেরকে৷ পাশাপাশি গৃহবন্দী থাকার আবেদন জানাচ্ছেন দেশবাসীকেও৷ সম্প্রতি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও ভিডিও মেসেজের মাধ্যমে সকলকে বাড়িতে থাকার আর্জি জানিয়েছেন ৷পাশাপাশি অভিনেতা কার্তিক আরিয়ান দেশবাসীকে নিরাপদে বাড়িতে থাকার কথাই জানিয়েছেন৷ একই ভাবে অভিনেতা ভিকি কৌশলও ইনস্টাগ্রামে একটি কবিতা পোস্ট করে একই আর্জি জানিয়েছেন দেশবাসীকে৷সেই কবিতায় তিনি লিখেছেন “ঘরের জানলা দিয়ে নিজের অংশের আকাশ নিয়ে নাও,সূর্য নাও ,সূর্যাস্ত নাও তোমার মায়ের দিকে তাকাও দুটি মুহূর্ত কাটা ও তার সুন্দর হাসি নাও তুমি যতটা পারো তোমার নিজের অংশের সমস্ত অংশ নাও,শুধু বেরিয়ে এসে ভুল করে কাউকে মেরে ফেলোনা ৷”এই কবিতা দেখার পর প্রশংসা করেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশনও ৷অর্থাৎ নিজেদের গৃহবন্দি রেখে বলিউড অভিনেতারা ও দেশবাসীকে সুরক্ষিত থাকার বার্তা প্রেরণ করছেন৷