December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সংক্রামন নিয়ে সকলকে সতর্ক করলেন আমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চনের কোয়ারেন্টাইনের স্ট্য়াম্প লাগিনো একটি হাতের ছবি কে কেন্দ্র করে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়েছে। তবে সেই ছবি প্রসঙ্গে এবার বিগ বি জানান, সেই হাতটি তাঁর না। পাশাপাশি তিনি তাঁর নিজের ব্লগে লেখেন, ”কালি লাগানো যে হাতের ছবিটা আমি টুইট করেছিলাম, সেটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি।” এরসাথে তিনি জানান, তিনি সুস্থ আছেন। মহারাষ্ট্রে যে প্রক্রিয়া শুরু হয়েছে তা জানাতেই তিনি এই পোস্টটি করেন। সাথে বিগ বি আরও একটি ভিডিয়ো টুইট করেন, যেখনে লিফটে সরাসরি হাত না দিয়ে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা উঠে এসেছে। সাথে করোনা সংক্রামন নিয়ে তিনি সতর্ক বার্তা দেন সকলকে।