March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সংক্রামনে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৩

নোভেল করোনা ভাইরাসের আতঙ্ক চীন ছাপিয়ে এখন গোটা বিশ্বে। একই ভাবে দিন দিন ক্রমেই বেড়ে চলেছে ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। মঙ্গলবার মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্য হল বছর ৬৪ এক বৃদ্ধার। ভারতের মধ্যে প্রথম মৃত্যুর খবর এসেছিল কর্নাটকের কালবুর্গি থেকে। দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি শোনা যায় দিল্লিতে। আর এর ঠিক পরেই মঙ্গলবার ফের মৃত্যুর ঘটনা শোনা গেল মহারাষ্ট্রে। তবে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশী মহারাস্ট্রে। সূএের খবর, কর্নাটকে আরও ২ জনের দেহে ধরা পড়েছে করোনা সংক্রামন। তাদের মধ্যে একজন মহিলা। আপাতত তাদের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।