July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সংক্রামনের দিক থেকে তৃতীয় স্থানে উঠে এল ব্রাজিল, আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার


নোবেল করোনা ভাইরাসের আক্রান্ত নিরিখে বিশ্বের সব কটি দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে আমেরিকা। তবে এবার আমেরিকা, রাশিয়া, ব্রিটেনের পাশাপাশি আরও একটি দেশে জোরালো হচ্ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দেখা যাচ্ছে আমেরিকা, রাশিয়ার পরই সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে ব্রাজিলে।

ইতিমধ্যে ব্রাজিল করোনা সংক্রামণের দিক থেকে ছাপিয়ে গিয়েছে ব্রিটেন, ইতালি ও স্পেনকে। এখনো পর্যন্ত ২লক্ষ ৫৪ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে সেখানে। অন্যদিকে, আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে, এবং রাশিয়ায় এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার। অর্থাৎ আমেরিকা এবং রাশিয়ার পরে তৃতীয় স্থানে অবস্থান করছেন ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ২লক্ষ ৫৪ হাজার।

জানা গিয়েছে, ব্রাজিলে করোনা সংক্রামন যে ভয়াবহ আকার ধারণ করতে পারে সে ব্যাপারে অনেক আগেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। করোনার জেরে ব্রাজিলে প্রাণ গিয়েছে ১৬ হাজার ৮৫৩ জনের। তবে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।