December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সংক্রামণের হদিশ মিলল প্রযোজক বনি কাপুরের বাড়ির, পরিচারকের শরীরে


করোনা সংক্রামণের হদিশ মিলল এবার বলিউড প্রযোজক শ্রীদেবী ও বনি কাপুরের বাড়ির অন্দরমহলে। বনি কাপুরের লোখন্ডওয়ালার গ্রিন একরের বাড়িতেই থাকেন তারা। জানা গিয়েছে, তাদের বাড়ির এক পরিচারকের শরীরে কোভিড ১৯ এর সংক্রমনের হদিস মিলেছে। আক্রান্ত ওই পরিচারকের নাম চরণ সাউ, বয়স ২৩ বছর। এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বলিউড মহলে।

এই সময় বাবা বনি কাপুরের সঙ্গে একই আবাসনে ছিলেন অভিনেত্রী জাহ্নবী এবং তার বোন খুশি কাপুর। তবে বাড়ি পরিচারকের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য পাঠানো হয়। গত শনিবার থেকেই অসুস্থ ছিলেন ওই পরিচারক। এরপর তার শরীরে কোভিড ১৯ এর সংক্রমণ পাওয়ায় তাকে আইসোলেশন এ রাখা হয়।

তবে এ বিষয়ে বনি কাপুর জানিয়েছেন, তিনি এবং তার দুই কন্যা তারা প্রত্যেকেই সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। এমনকি বাড়ির অন্যান্য কর্মীরাও সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।