নজরে ১০৯ নম্বর ওয়ার্ড । কারণ কলকাতার প্রথম করোনা এই ওয়ার্ডে ধরা পড়েছে। নজরদারিও জোরদার চালিয়ে চলেছেন পৌর মাতা অনন্যা চ্যাটার্জি। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সমস্ত রকম সাবধানতা অবলম্বনের পাশাপাশি বিশেষ ব্যবস্থা হিসেবে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে নিয়ে ডোর টু ডোর থার্মাল গান চেকিং করলেন পৌর মাতা অনন্যা । ঝুপড়ি থেকে বহুতলে প্রত্যেকটি ঘরে ঘরে সুপ্রভাত মুকুন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য কর্মীর সংখ্যাও বেড়েছে পৌরমাতার উদ্যোগে। অ্যাম্বুলেন্স মজুত রাখা হয়েছে সবসময়ের জন্য। এলাকার সাফাই কাজে সাফাই কর্মী নিযুক্ত করা হয়েছে রাতেও চলছে সাফাই অভিযান । পৌর মাতা এই দিন সোপ পাউচ বিতরন করেন প্রতিটি ঘরে ঘরে। বিশেষ নজরদারি চালিয়েছেন কলকাতায় প্রথম করোনা আক্রান্ত যে বহুতলে থাকতেন সেই বহুতলের আশেপাশে দোকানদার রিকশা ভাই পরিচারিকাদের। এই বহুতলের ঠিক উল্টোদিকে জ্বর কাশি শ্বাসকষ্ট নিয়ে আক্রান্ত এক বৃদ্ধার ওপর বিশেষভাবে নজরদারি রাখছেন পৌর মাতা।