July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা সংক্রমনের উপসর্গ নিয়ে মৃত্যু কলকাতা প্রেসিডেন্সি জেলের এক বন্দির, এখনও আসেনি রিপোর্ট


করোনা ভাইরাসের সংক্রমনের উপসর্গ নিয়ে মৃত্যু হল কলকাতা প্রেসিডেন্সি জেলের এক বন্দির। যদিও এখনো পর্যন্ত তার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েনি। প্রেসিডেন্সি জেলে বন্দি তুষার দাস নামে ওই ব্যক্তি বেশ কিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। সেখানেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল তার।

এরপর গত কয়েকদিন আগে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের উপসর্গ দেখা দিতে শুরু করে। এরপর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটলে তাকে রবিবার সকালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়। পাশাপাশি তার লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। কিন্তু রিপোর্ট আসার আগেই সোমবার মৃত্যু হয় প্রেসিডেন্সি জেলে ওই বন্দির।

তবে প্রেসিডেন্সি জেলে বন্দিরা যেহেতু জেলের বাইরে কোথাও যেতে পারে না, তাই ধরে নেওয়া হচ্ছে যদি তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায় তাহলে প্রেসিডেন্সি জেলে অভ্যন্তরেই সংক্রমণ করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। যদিও এ বিষয়ে জেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।