প্রবল জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। তার শরীরের উপসর্গের সঙ্গে হুবহু মিল ছিল করোনা রোগের উপসর্গের। কিন্তু সেই রোগীকে করোনা হাসপাতালে রেফার না করে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে করোনা সংক্রমণ হতে পারে জেনেও ক্যান্সারাক্রান্ত বৃদ্ধাকে বাঁচালেন কলকাতা পিজি হাসপাতালের ডাক্তাররা।
ওই রোগীর গলা থেকে লালা রস নিয়ে কোভিড ১৯ এর জীবাণু আছে কিনা তা জেনে নেন ডাক্তাররা। জানা গিয়েছে, ওই বৃদ্ধর বাড়ি উত্তর ২৪ পরগনায়। তিনি এর আগেও দু’বার হাসপাতলে নাক-কান-গলা বিভাগে এসে ভর্তি হয়েছিলেন কিন্তু বায়োপসি করার জন্য গলায় সূচ ফোটানোর ভয়ে তিনি পালিয়ে যান হাসপাতাল থেকে। এরপরের তীব্র শ্বাসকষ্ট নিয়ে তিনি মঙ্গলবার পিজি আউটডোর আসেন। তখনই চিকিৎসা দেখেন তার শ্বাসনালিতে ক্যান্সার এর মাংসপিণ্ড বড় হওয়ায় তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। করোনার ভয়কে উপেক্ষা করেই শুধু ডাক্তার হিসাবে দায়িত্ব ও কর্তব্যে অবিচল থাকলেন কলকাতার পিজি হাসপাতালের ডাক্তাররা।