করোনা সংক্রমন যেভাবে গোটা বিশ্বে তার প্রভাব ফেলেছে,তাতে আতঙ্কিত গোটা বিশ্ব। কিভাবে, কোন উপায়ে এই মহামারির কবল থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে প্রতিনিয়ত চেষ্টার কমতি রাখছে না বিশ্বের বিভিন্ন বিঞ্জানী মহল। সূত্রের খবর, করোনা রুখতে নতুন পরীক্ষায় নেদারল্যান্ডের বিজ্ঞানীরা। টিকা হিসেবে ব্যবহার করা হবে ১০০ বছরের পুরনো যক্ষ্মা বা টিবির ওষুধ। চিকিৎসকদের ধারণা ১০০ বছরের পুরনো এই বিসিজি টিকাই নোভেল করোনা ভাইরাসের মোক্ষম ওষুধ হতে পারে। নেদারল্যান্ডের চিকিৎসা বিজ্ঞানীরা চলতি সপ্তাহেই এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবেন। শীঘ্রই ভারতেও এটা নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।
গোটা বিশ্বে প্রায় ৪ লক্ষ ৩৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত। মৃতের সংখ্যা প্রায় ১৯ হাজার। এই মারক রোগ সম্পর্কে বিস্তারিত ধারণাও নেই চিকিৎসকদের। তাই, আপাতত নানারকম পরীক্ষানিরীক্ষার পথে বিজ্ঞানীরা।
জানা গিয়েছে,নেদারল্যান্ডের অন্তত ১০০০ জন চিকিৎসা কর্মীর উপর এই বিসিজি টিকা প্রয়োগ করা হবে। তবে ভাল ফলাফল পেলে তা প্রয়োগ করা হবে অন্য নাগরিকদের শরীরেও। ভারতেও করোনা রুখতে এই টিকাটি পরীক্ষা করা হতে পারে। দেশের একটি বেসরকারি টিকা প্রস্তুতকারক সংস্থা পরীক্ষামুলকভাবে এই টিকা প্রয়োগ করতে আগ্রহী।