জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন রায়গঞ্জ পুরসভার সাফাইকর্মী, বিভিন্ন বিভাগের কর্মচারী থেকে শুরু করে কাউন্সিলারবৃন্দ। করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলাকালীন যখন সাধারন মানুষ গৃহবন্দী, তখন রায়গঞ্জ পুরসভার সামনে পুরকর্মী ও কাউন্সিলরদের গার্ড অফ অনার দিলো পুলিশ। করোনা মোকাবিলায় অন্যান্য জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাচ্ছেন রায়গঞ্জ পৌরসভার সাফাইকর্মী সহ অন্যান্য কর্মচারী ও কাউন্সিলররা।
এলাকায় এলাকায় জীবানুনাশক স্প্রে, সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং, অসহায় মানুষদের কাছে ত্রান পৌঁছে দেওয়া, বয়স্ক লোকদের বাড়িতে গিয়ে খাবার,ওষুধ তুলে দেওয়া সহ নানারকম উদ্যোগ নিয়েছে পৌরসভা। এদিনের কর্মসূচী তে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার,রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা, পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস,ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।