করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে চলছে লকডাউন। এই সংকটময় পরিস্থিতিতে অনেক তাবড় তাবড় অভিনেতা কেন্দ্রীয় তহবিলে টাকা ডান করেছেন। এবার এগিয়ে এলেন দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির থালাপতি বিজয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১.৩০ কোটি টাকা অনুদান দিয়েছেন। সূত্রের খবর, বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া কেরলের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলেও তিনি ১০ লক্ষ টাকা দিয়েছেন। এছাড়া করোনার ফলে ক্ষতিগ্রস্থ ফিল্ম ইন্ডাস্ট্রির দিনমজুরদেরও অর্থসাহায্য করেছেন তিনি। FEFSI কে দিনমজুরদের সাহায্যার্থে ২৫ লক্ষ টাকা দিয়েছেন তিনি। এছাড়া কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং পণ্ডিচেরি- এই চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের ত্রাণ তহবিলেও ৫ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন বিজয়।