July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় ৫০ হাজার টাকা দান বালূরঘাটের বুড়িকালিমাতা মন্দির কমিটির

করোনার জন্য জনগনের কল্যানার্থে বালুরঘাটের প্রাচীন জাগ্রত বুড়িকালি মাতাকে ভক্তদের দান করা ৫০ হাজার টাকার অর্থ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলো বুড়ি কালিমাতা পুজো কমিটি।

বালুরঘাট শহরের প্রাচীন বুড়ি কালি মাতা পুজো সারা বছর ধরেই হয়ে থাকে। তবে বিশেষ কয়েকটি তিথি যেমন শ্যামা পুজোর দিন, বাংলা বছরের শেষ দিন ও নববর্ষের প্রথম দিন অতি জাগজমক ভাবে পুজো হয়ে থাকে এই মায়ের মন্দিরে। ভক্ত সমাগম ও কম হয়না। বছরের পর বছর ধরে চলে আসা এই মায়ের পুজোতে তাই ভক্তদের প্রনামী ও দানের পরিমানও পড়ে থাকে বেশ ভালই। এবার ভক্তদের দানের অর্থরাশি মায়ের সন্তানদের কল্যানার্থেই কাজে লাগানোর সিদ্ধান্ত নিল বালুরঘাটের বুড়ি কালি মাতা পুজো কমিটি। আজ বালুরঘাটে জেলা শাসকের দপ্তরে গিয়ে মন্দির কমিটির পক্ষে জেলা শাসক নিখিল নির্মলের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন কমিটির সভাপতি তথা বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শংকর চক্রবর্তী।

এরপাশাপাশি করোনা নিয়ে চলা লকডাউনের বিধি মেনে এবারের চৈত্র সক্রান্তির পুজো ও নববর্ষের পুজো নিয়ম রক্ষার্থে পুজো সারার ও সিদ্ধান্ত গ্রহন করেছে পুজো কমিটি। সেখানে শুধু হাতে গোনা পুজোর লোক ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবেনা বলে জানানো হয়। যদিও লকডাউন ঘোষনার পর থেকেই মন্দির জনসাধারন ও ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছে।