July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল তৈরি করল রাজ্য সরকার

করোনা মোকাবিলায় আরও সতর্ক রাজ্য প্রশাসন। সোমবার নবান্নে করোনা নিয়ে জরুরি বৈঠকের পর রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই চিনা মারন রোগের সংক্রমনের মোকাবিলায় তৈরি হচ্ছে ২০০ কোটি টাকার তহবিল। এরসাথে সাংবাদিক সম্মেলন করে একাধিক নয়া সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। আতঙ্কের জেরে সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাওয়ায়, তা রুখতে ‘এপিডেমিক ডিজাস্টার অ্যাক্ট’ লাগু করা হয়েছে।

এরাজ্যে তেমন কোনও ঘটনা না ঘটলেও, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার সেই পথে হেঁটে সেই আইন লাগু করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এখনও পর্যন্ত রাজ্যের ৩ লক্ষ ২৪ হাজার মানুষকে করোনার জন্য স্ক্রিনিং করা হয়েছে। তাদের মধ্যে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৫০০০ জনকে। এখনও কারও দেহে এই মারন জীবাণু মেলেনি। এটাই অনেকটা স্বস্তির বিষয়। সংক্রমণের আশঙ্কায় ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সরকারি, বেসরকারি স্কুল-কলেজ ছুটি ঘোষণা করা হয়েছিল আগেই। এবার সেই ছুটি ১৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বন্ধ থাকবে আইসিডিএস সেন্টার, সিনেমা হল, শুটিংও। করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকা তহবিল তৈরি করা হয়েছে। যার আওতায় থাকছে ১০ লক্ষ স্বাস্থ্যকর্মীর জন্য ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমা করার সুযোগ। এছাড়া এই তহবিলের অর্থে স্বাস্থ্যকর্মীদের জন্য ২ লক্ষ সংক্রমণ নিরোধক পোশাক, ২ লক্ষ এন৯৫ মাস্ক, ৩০০ ভেন্টিলেশন কেনার বরাত দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির কাছে তিনি আবেদন জানান যাতে করোনা আক্রান্ত রোগীকে না প্রত্যাখ্যান করা হয়। গণপরিবহণের ক্ষেত্রে অযথা আতঙ্কিত না হওয়া এবং আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।