September 22, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় সোশ্যাল মিডিয়া থেকে দেশবাসীকে সতর্কতার বার্তা দিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার

দেশজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ভীত সকলেই৷ করোনা সংক্রমণ এখন দেশে দ্বিতীয় স্টেজে রয়েছে৷ আর তাতেই প্রতিক্ষণে বাড়ছে আক্রান্তের সংখ্যা, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের মৃতের সংখ্যাও। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেশে করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে 11 জনের৷ করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় সরকার ,14 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউন এর সময়সীমা ৷ করোনা রুখতে দেশবাসীকে গৃহবন্দী থাকার আবেদন জানাচ্ছেন ক্রীড়াব্যক্তিত্বরাও৷ কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার দেশে করোনার বিরুদ্ধে মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছেন ।করোনা ছড়িয়ে পড়ার পর থেকেই নিজেকে গৃহবন্দী রেখেছেন শচীন Iসোশ্যাল মিডিয়াতে করোনা সতর্কতায় দেশবাসীকে একের পর এক বার্তা দিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে কিভাবে এবং কতক্ষণ হাত ধুতে হবে তা পোস্ট করেন৷ তিনি গৃহবন্দি থাকার কারণ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 21 দিনের লকডাউন এর সিদ্ধান্ত ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শচিন জানান সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করার কথা৷