শুধুমাত্র দুর্গা পুজোই নয়, সেই সঙ্গে সারা বছরই নানা সামাজিক কর্মসূচীর আয়োজন করেন কলকাতার একাধিক বড় ক্লাবের কর্তৃপক্ষরা। তারই মধ্যে অন্যতম কলকাতার ৯৫ পল্লী। গোটা দেশের করোনা পরিস্থিতির মকাবিলায় যেখানে সাহায্যের হাত বাড়িয়েছেন বিশিষ্ট থেকে সাধারণ মানুষ, সেখানে এগিয়ে এল এই ক্লাবও।
সোমবার ক্লাব সংগঠনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হলো। রাজ্যে পুরো নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এর হাতে এই চেক তুলে দিলেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ তথা ৯৫ পল্লী ক্লাবের সভাপতি রতন দে। সংগঠনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।