করোনা পরিস্থিতির মোকাবিলা করার জন্য রাষ্ট্রসংঘের শিশু তহবিলে ৭৫ লক্ষ টাকা দান করলেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ইউনিসেফের তরফে বিবৃতি থেকে জানা গিয়েছে, সুইডেনের একটি সংস্থা পরিবেশ রক্ষায় অবদানের জন্য গ্রেটা থুনবার্গকে ৭৫ লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল। করোনা মোকাবিলায় ব্যবহারের জন্য সেই টাকা রাষ্ট্রসংঘের শিশু তহবিলে দান করেছেন তিনি। ওই বিবৃতিতে এপ্রসঙ্গে গ্রেটার বক্তব্যও উল্লেখ্য করা হয়েছে। গ্রেটা থুনবার্গ জানিয়েছেন, ‘সবাইকে অনুরোধ করব এগিয়ে এসে আমার পাশে থাকুন, এই বিষয়ে সাহায্য করুন। আসুন সবাই মিলে রাষ্ট্রসংঘের এই উদ্যোগে সঙ্গে থেকে শিশুদের জীবন, স্বাস্থ্য ও শিক্ষার বিষয়টিকে সুনিশ্চিত করি।’