September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় বিরোধী দলনেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং আলোচনা বৈঠক প্রধানমন্ত্রীর

করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনের ঘোষনা করেন প্রধানমন্ত্রী। আর তার মধ্যেই করোনা মোকাবিলায় বুধবার বিরোধী রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন এই ভিডিও কনফারেন্সিং আলোচনায় বসেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, শিব সেনার সঞ্জয় রাউত, বিজেডি নেতা পিনাকী মিশ্র, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব-সহ অনেকেই। এছাড়া এদিন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আলোচনায় অংশ নেন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।

জানা গিয়েছে, ১৪ এপ্রিলের পর লকডাউনের সময়সীমা বাড়ানো ও করোনা সংক্রমণ রুখতে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি, সাংসদ তহবিল বাতিল করার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। তবে ১৪ এপ্রিলের পর লকডাউন আরও বাড়ানো হবে কিনা, সেই বিষয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মুখ্যমন্ত্রীদের মতামত শোনার পরেই সম্ভবত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।