করোনা ভাইরাসের দাপটে প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। একাধিক পদক্ষেপ গ্রহণ করা সত্ত্বেও করোনা সংক্রমণ সেভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে এবার করোনা রোগীদের সামাল দিতে নয়া উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার জানিয়েছেন, করোনা টেস্টের জন্য এবার রাস্তায় রাস্তায় ঘুরবে মোবাইল করোনা টেস্টিং বাস। যার মধ্যে থাকবে করোনা পরীক্ষার জন্য একাধিক ব্যবস্থা। অর্থাৎ একটি ছোটখাটো ল্যব করা হয়েছে সেখানে। অত্যাধুনিক সরঞ্জাম রাখা হয়েছে সেখানে। বাসের মধ্যে থাকছে এক্স-রে করার সুবিধা।
সূত্রের খবর, মূলত বস্তি এলাকায় ঘুরছে এই বাস। যেখানে মানুষের বসতি বেশি সেই সব জায়গাতে করোনা মোকাবিলার জন্য এই বাসটি ঘুরছে। সূত্রের খবর, আইআইটি অ্যালুমনি কাউন্সিলের কৃষ্ণা ডায়াগনস্টিক এর উদ্যোগে বাসটিকে চালু করা হয়েছে। শুক্রবার বাসটির উদ্বোধন করেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
দেশে আক্রান্তের সংখ্যার নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। তাই এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নয়া উদ্যোগ গ্রহণ করেছে মহারাষ্ট্র সরকার। এখনো পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। সাথে মৃত্যু হয়েছে ১২০০এর বেশি মানুষের। তবে স্বস্তির খবর, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯৫০ জন মানুষ।