রাহুল রায়, পূর্ব বর্ধমান; করোনা সংক্রমণের জেরে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদস্য সুমন দাস। সুমন দাসের উদ্যোগে দাঁইহাট শহরে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ক্যাম্প থেকে সরাসরি রান্না করা খাবার কৌটো করে দাঁইহাট শহরের ৪০০ জন দুঃস্থ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়। এদিনের খাবারে ভাতের সঙ্গে ছিল ডাল,তরকারি চাটনি। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন দাঁইহাটের মানুষেরা। পাশাপাশি সুমন দাস জানান, “এই কাজটি চলতে থাকবে”।