দেশের এই করুণ পরিস্থিতিতে করোনা ভাইরাসের মোকাবিলায় সারাদেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সমস্ত দোকানপাট এবং কাজকর্ম বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন দিনমজুররা। কর্মসংস্থান বন্ধ থাকায় হেঁসেলে টান পড়েছে তাদের। এই পরিস্থিতিতে যাতে কেউ অভুক্ত না থাকে, তার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ খান এবং শাহরুখ পত্নী গৌরি খান। এর আগেও দেখা গিয়েছে সালমান খান, অমিতাভ বচ্চন, ভিকি কৌশল সহ অনেক অভিনেতা-অভিনেত্রী সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার শাহরুখ পত্নী গৌরী খানও প্রায় 1 লক্ষ দরিদ্র মানুষের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একথা জানিয়েছেন তিনি। সেখানে একটি পোস্ট করে কোন কোন জায়গায় মানুষকে তিনি সাহায্য করছেন তার একটি পরিসংখ্যান দেওয়া হয়। তার মধ্যে রয়েছে করমালা চউল, হনুমান নগর, ভিমনগর, ইন্দিরানগর সহ আরো অনেক এলাকা। এর আগেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অনুদান দিয়েছেন শাহরুখ খান। পাশাপাশি মহারাষ্ট্রের হাসপাতাল গুলিতে কিট দিয়েছেন তিনি, সাথে বেশ কিছু আর্থিক সাহায্য করেছেন তিনি, যাতে হাসপাতাল গুলোতে ভেন্টিলেটরের অকাল না পরে। মুম্বাইয়ের প্রায় সাড়ে পাঁচ হাজার দিনমজুরের পরিবারকে বাঁচানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন শাহরুখ খান। তিনি জানান, একমাস খাদ্য সরবরাহ করা হবে তাদের।