মারন ভাইরাস করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। শুধু তাই নয় এই ভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকতে বার বার হাত ধোয়া, মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করা ইত্যাদি নিয়মাবলির কথা জানিয়েছেন স্বাস্থ্যবিদরা। কিন্তু শত সাবধানতার সত্ত্বেও যত সময় এগোচ্ছে আতঙ্ক যেন ততই বেশি করে গ্রাস করছে সকলকে।
তাই নিজেকে ও পরিবারকে সুস্থ, সুরক্ষিত রাখার চেষ্টা করছেন সকলেই। কিন্তু বহু মানুষই রয়েছেন, এই পরিস্থিতিতে যাদের পক্ষে দুমুঠো অন্ন জোগাড় করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই মাস্ক বা স্যানিটাইজার কোনওটাই ব্যবহার করে উঠতে পারছেন না। তাই সকলের স্বার্থে দলীয় নেতা কর্মীদের মাস্ক তৈরির আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ।
আর এবার তাদের আবেদনে সাড়া দিয়ে বাড়ি বসে মাস্ক তৈরি শুরু করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা ও তাঁর স্ত্রী। এ বিষয়ে রাহুল সিনহা বলেন, “হাইজিন মেনে সতর্কভাবে আমরা মাস্ক তৈরি করছি। প্রথম দিকে প্রতিদিন ১০ টি করে মাস্ক তৈরি করব। যারা অর্থের কারণে এই পরিস্থিতিতেও মাস্ক কিনতে পারছেন না তাঁদের হাতে তুলে দেওয়া হবে এগুলি”। এছাড়াও এর পাশাপাশি সকলকেই সাধ্য মতো মাস্ক তৈরির চেষ্টা করতে বলেন তিনি।