বিশ্ব সহ গোটা দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় ততপর কেন্দ্র-রাজ্য। এই পরিস্থিতিতে রাজনীতির উর্ধ্বে গিয়ে কেন্দ্র-রাজ্যকে লড়াইয়ের আহ্বান জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর।রবিবার টুইট করে রাজ্যপাল বলেন, “রাজ্য এবং কেন্দ্র যেভাবে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ তৈরি করেছেন। রাজ্যকে ১০ হাজার করোনা পরীক্ষার সামগ্রী পাঠিয়েছে কেন্দ্র। রাজনৈতিক উর্ধ্বে থেকে কঠিন সময়ে লড়াই করতে হবে।”