October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় উড়িষ্যায় ১০০০ শয্যার হাসপাতাল তৈরি

করোনা মোকাবিলায় নতুন উদ্যোগ উড়িষ্যা সরকারের। শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দেশের প্রথম ১০০০ শয্যার হাসপাতাল তৈরি হচ্ছে ওড়িশায়। আগামী ১৫ দিনের মধ্যে এই হাসপাতাল চালু হয়ে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। সুত্রের খবর, এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফেও একটি সাংবাদিক বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এ ধরণের দুটি হাসপাতাল তৈরি করা হবে। যার ফলে রাজ্যের অন্যান্য হাসপাতালের উপর চাপ কমবে। প্রসঙ্গত, ওড়িশাই দেশের প্রথম রাজ্যে যেখানে এধরণের হাসপাতাল তৈরি করা হচ্ছে। মিলবে উন্নত পরিষেবা। এদিন কেন্দ্র তরফেও জানানো হয় দেশে প্রতিটি রাজ্যে করোনা চিকিৎসার হাসপাতাল তৈরি হবে। ১৭টি রাজ্যে ইতিমধ্যে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।” তাঁরা দেশে আরও ৯টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করছেন বলেও জানান স্বাস্থ্য মন্ত্রকের কর্তা।