July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় যারা কাজ করছে তাদের ধন্যবাদ জানাতে বলিউডের নতুন উদ্যোগ ” দিল সে থ্যাঙ্ক ইউ”

দেশের এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন বহু মানুষ | তাদের মধ্যে অক্ষয় কুমার ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 25 কোটি টাকা দিয়েছেন | এরপর তিনি ফের তিন কোটি টাকা দেন বিএমসি কে | পাশাপাশি তিনি আপৎকালীন পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে, টুইটারে লেখেন, হ্যাশট্যাগ “দিল সে থ্যাঙ্ক ইউ” | অক্ষয় কুমারের এই পোষ্টের পরপরই অন্যান্য তারকারাও মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানাতে ফলো করতে থাকে হ্যাশট্যাগ “দিল সে থ্যাঙ্ক ইউ” |

এই পরিস্থিতিতে জরুরী পরিষেবা সাথে যুক্ত ব্যক্তিদের যেমন ডাক্তার, নার্স, সংবাদমাধ্যম, ও পুলিশকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন | তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই বলিউডে এই উদ্যোগ হ্যাশট্যাগ “দিল সে থ্যাঙ্ক ইউ” | ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিংহ, রবীনা ট্যান্ডন, কারিশমা কাপুর, ভিকি কৌশল সহ বহু সেলেবরাই নিজেদের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন |