July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় গ্রামে ঢোকার রাস্তায় পোস্টার আটকে বাঁশের বেড়া দিল গ্রামবাসীরা


করোনা মোকাবিলায় গ্রামে ঢোকার রাস্তায় পোস্টার আটকে বাঁশের বেড়া দিল গ্রামবাসীরা। বামনগোলা ব্লকের পাকুয়াহাটের গ্রাম পঞ্চায়েতের কানাতি পাড়া এলাকায় গ্রামের মাথায় পোস্টার আটকে বেড়া দিল গ্রামবাসীরা। পোস্টারে লিখে রাখেন বহিরাগতদের প্রবেশ নিষেধ। লকডাউন’ লিখে বাঁশের বেড়ার উপর পোস্টার আটকে দেন গ্রামবাসীরা।
তারা জানিয়েছেন, গ্রামের বহু মানুষ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। তারা যেকোন সময় গ্রামে ভেতর আসতে না পারেন। সেই কারণে তারা বাঁশের বেড়া দিয়ে পোস্টার আটকেছেন‌‌। প্রশাসনের নির্দেশমতো গ্রামে ঢোকার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর প্রবেশ করানো হবে গ্রামে। করোনা নিয়ে গ্রামবাসীদের সচেতন করার জন্য বাঁশের বেড়া দিয়েছেন তারা। তারা বলেছেন, এই রোগ মানুষ বাহিত সেই কারণে বাইরে থেকে কোন মানুষ গ্রামে যাতে না ঢুকতে পারে তার জন্য ব্যবস্থা। এর ফলে শাকসবজি এবং অন্য কোন সামগ্রী নিয়ে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারবে না গ্রামে। মানুষ যেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকে এবং গ্রামবাসীরা যেন সুস্থ থাকে সেই কারণে তারা এই উদ্যোগ নিয়েছেন পাকুয়া হাট কানাতি পাড়া।