নিজস্ব প্রতিনিধি, মালদা: করোনা মোকাবিলায় এবারে এগিয়ে এল মালদা জেলার শিল্পোদ্যোগী মহল। তাদের ব্যক্তিগত উদ্যোগে প্রায় 35 লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসন ভবনে এসে জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলার বিশিষ্ট কয়েকজন শিল্পোদ্যোগী। এই বিষয়ে জেলার বিশিষ্ট শিল্পোদ্যোগী উজ্জ্বল সাহা জানান, ‘ব্যক্তিগতভাবে জেলার শিল্পোদ্যোগী বন্ধুরা উদ্যোগ গ্রহণ করে মুখ্যমন্ত্রীর জরুরী ত্রাণ তহবিলে প্রায় 35 লক্ষ টাকার চেক তুলে দেন জেলা শাসকের হাতে।’ তার পাশাপাশি জেলার কয়েকটি মার্কেট কমিটি এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়। উজ্জ্বল বাবু আরো জানান, ‘করোনা মোকাবিলার জন্য রাজ্য সরকার যে ভূমিকা পালন করছে তাই সরকারের পাশে দাঁড়ানোর জন্য মালদা জেলার যারা শিল্পোদ্যোগী রয়েছেন সাধ্যমত সাহায্য করছেন এবং এদিন তারই অঙ্গ হিসাবে আবারো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে চেক তুলে দেওয়া হয়।’ শ্রী উজ্জল সাহা মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার সদস্যদের অভিনন্দন যাপন করেন এর জন্য।