July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসে সংক্রমণে মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে গিয়েছে আমেরিকা

ক্রমশ জটিল হচ্ছে করোনা ভাইরাসের পরিস্থিতি৷ যে হারে প্রতিনিয়ত করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে তাতে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে গোটা বিশ্বে৷ বিশ্বের প্রত্যেকটা দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এই ভাইরাসের জন্ম হয়েছিল চীনে কিন্তু চীন ছাপিয়ে এই ভাইরাস গোটা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে৷ মৃতের সংখ্যার দিক থেকে এখন চীনকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা৷ আমেরিকা কোভিড- 19 এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 3165জন৷অন্যদিকে আমেরিকায় এখনো পর্যন্ত 164 253 জন মানুষের শরীরে করোনা সংক্রমনের হদিস মিলেছে৷গত 24 ঘণ্টায় নতুন করে আরো 40 জনের শরীরে করোনা আক্রান্তের হদিস পাওয়া গিয়েছে৷ 24 ঘন্টার মৃত্যু হয়েছে 9 জনের৷ বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে অন্যতম হলো আমেরিকা। সেই দেশে করোনা সংক্রমণের হার অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ায় সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে৷ ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংকটজনক পরিস্থিতির জেরে লকডাউনের সময়সীমাকে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ বিশ্বব্যাপী দেশগুলিতেও হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা৷ গত এক সপ্তাহে মৃতের হার 12 থেকে 19 শতাংশ বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছেIএখনো পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 37 815 পাশাপাশি,মোট করোনা আক্রান্ত হয়েছেন 7857 75 জন৷ যদিও স্বস্তির খবর বিশ্বে করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন মোট 165660 জন৷