September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাসের মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, বিকেল সাড়ে তিনটে নাগাদ স্বাস্থ্য অধিকর্তা, জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। দেশের অন্যান্য রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে এবং সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার জেরে আগাম সতর্কতা হিসেবে মুখ্যমন্ত্রী গোটা পরিস্থিতি বুঝে নিতে চাইছেন বলে খবর। সূত্রের খবর, জেলাশাসক এবং সিএমওএইচরা বৈঠকে যোগ দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কী কী নিয়ম নির্দিষ্ট করা যায় এবং ওষুধ জোগানের পরিস্থিতি কেমন, তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। করোনার জেরে চিন থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে কি না, সেক্ষেত্রে এখানে কতটা পরিমাণ ওষুধ মজুত রয়েছে, জেলার স্বাস্থ্যকর্তাদের কাছে সেসব জানতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ঠিক হতে পারে রাজ্যের তরফে বিশেষ নির্দেশিকা বলে।