July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের মোকাবিলায় সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ভাইরাসের ভয়ে এস্ত গোটা বিশ্ব৷যেভাবে করোনা ভাইরাস সারাবিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে তাতে মানুষের মধ্যে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷এবার একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড বৃদ্ধি পেল৷জানা যাচ্ছে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 232 জন৷ বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 1318 জন৷ যদিও স্বস্তির খবর এরমধ্যে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন 137 জন৷ করোনা ভাইরাস থেকে বাঁচতে সাধারণমানুষ অনেকটাই সচেতন হয়ে গিয়েছেন তাদের দৈনন্দিন জীবনে৷ প্রত্যেক দেশবাসী মাস্ক ব্যবহার করছেন করোনার আতঙ্কে। তবে এই মাস্ক না পরার কারনেও অনেক সময় হেনস্থা হতে হচ্ছে বহু সাধারণ মানুষকে৷ সূত্রের খবর সোমবার এ বিষয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট জানান, করোনা ভাইরাসে আক্রান্ত এবং যারা আক্রান্তের সেবা ও পরিচর্যা কাজের সাথে জড়িত তাদের বাদে আর কারো মাস্ক পড়ার প্রয়োজন নেই, মাস্ক সঠিকভাবে না পরার কারনে হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷এখনো পর্যন্ত ভারতের সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা কেরলে,মোট 234 জন৷ এরপরই রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা 220 জন৷ পাশাপাশি দিল্লিতে আক্রান্তের সংখ্যা 97 জন৷প্রতিনিয়ত বেড়েই চলেছে এই সংখ্যার অঙ্কটা৷