November 2, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের মধ্যেও পূর্ব মেদিনীপুরে রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর: বর্তমানে মহামারী নোবেল করোনা ভাইরাসের মধ্যেও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে রক্তদান শিবিরের আয়োজন করল গ্রাম পঞ্চায়েত। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য আধিকারিক ও ভগবানপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক এর আবেদনে সাড়া দিয়ে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান-অরুপ সুন্দর পন্ডা তাঁর টিম নিয়ে রক্তদান শিবিরের ব্যবস্থা করলেন। রক্ত দান করেন পুরুষ ও মহিলা মিলে 35 জন এর মধ্যে মহিলার সংখ্যা সবথেকে বেশি। করোনার প্রভাব বিস্তার করতে যাতে না পারে এই শিবিরে, সে রকম ব্যবস্থাও করে রাখা হয়েছিল বিভীষনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ভগবানপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি- প্রণব কুমার মাইতি সহ গৌর হরি মাইতি, সুখেন রায়, সৌরভ বেরা , তুহিন সাউ ও সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্য এবং বিশিষ্ট ব্যাক্তিগন।বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরের রুমেই আলাদা আলাদা করে বেডের ব্যবস্থা করা হয়েছিল। করোনায় আক্রান্ত কেউ রক্তদাতাদের মধ্যে রয়েছে কি না তাও দেখে নেওয়া হয়। তমলুক ব্লাড ব্যাঙ্কের ডাক্তাররা এসে রক্ত নেন। বিভীষনপুর অঞ্চল প্রধান অরুপসুন্দর পন্ডা বলেন করোনা সংক্রমনের ফলে রক্ত সংকট দেখা দিচ্ছে, সে কারনে আমরা একটা রক্তদান শিবিরের ব্যবস্থা করেছি। এবং প্রত্যেক রক্তদাতার বেডের দূরত্ব বজায় রাখা হয়েছে। সাথে প্রত্যেকেরই মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।