চিনা করোনা ভাইরাসের দাপটের পর এবার দেখা মিললো এক নতুন ভাইরাসের,নাম হান্টা ভাইরাস৷ ইতিমধ্যেই চীনের ইউহান প্রদেশে এই হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ এই ভাইরাসের উপসর্গের সাথে বেশ কিছুটা মিল রয়েছে করোনা ভাইরাসের উপসর্গরে৷ হান্টা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বাসে করে চিনের শানডং প্রদেশে যাচ্ছিলেন৷সেই সময় মাঝরাস্তায় মৃত্যু হয় ওই ব্যক্তির৷ তারপরেই জানা যায় ওই বাসে থাকা বাকি 32 জনের শরীরেও মিলেছে ওই ভাইরাসI চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সূত্রের খবর, এই ভাইরাস ছড়ায় মূলত ইঁদুর প্রজাতির প্রাণী থেকে৷ তবে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে না বলেই জানা গেছে৷ পাশাপাশি এই ভাইরাস করোনা ভাইরাস এর মতো একজনের শরীর থেকে অন্য জনের শরীরেও ছড়িয়ে পড়ে না৷ এই ভাইরাসে আক্রান্তের প্রাথমিক লক্ষণ গুলি হল -মাথা ব্যথা, মাথা ঘোরা ,পেটের সমস্যা, ক্লান্তি ,পেশিতে ব্যাথা সহ শ্বাসকষ্ট ইত্যাদি ৷সূত্রের খবর,বিশেষজ্ঞরা জানিয়েছেন মানুষের মধ্যে এইচএফআরএস সংক্রামন অত্যন্ত বিরল৷ তবে গোটা বিশ্বে কোরোনা আক্রান্তের পর ফের চিনা ভাইরাস হান্টা এর কথা প্রকাশ্যে আসতেই ভীত সাধারন মানুষ৷