July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের পর চিনে হান্টা ভাইরাসে মৃত্যু এক

চিনা করোনা ভাইরাসের দাপটের পর এবার দেখা মিললো এক নতুন ভাইরাসের,নাম হান্টা ভাইরাস৷ ইতিমধ্যেই চীনের ইউহান প্রদেশে এই হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ এই ভাইরাসের উপসর্গের সাথে বেশ কিছুটা মিল রয়েছে করোনা ভাইরাসের উপসর্গরে৷ হান্টা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি বাসে করে চিনের শানডং প্রদেশে যাচ্ছিলেন৷সেই সময় মাঝরাস্তায় মৃত্যু হয় ওই ব্যক্তির৷ তারপরেই জানা যায় ওই বাসে থাকা বাকি 32 জনের শরীরেও মিলেছে ওই ভাইরাসI চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সূত্রের খবর, এই ভাইরাস ছড়ায় মূলত ইঁদুর প্রজাতির প্রাণী থেকে৷ তবে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে না বলেই জানা গেছে৷ পাশাপাশি এই ভাইরাস করোনা ভাইরাস এর মতো একজনের শরীর থেকে অন্য জনের শরীরেও ছড়িয়ে পড়ে না৷ এই ভাইরাসে আক্রান্তের প্রাথমিক লক্ষণ গুলি হল -মাথা ব্যথা, মাথা ঘোরা ,পেটের সমস্যা, ক্লান্তি ,পেশিতে ব্যাথা সহ শ্বাসকষ্ট ইত্যাদি ৷সূত্রের খবর,বিশেষজ্ঞরা জানিয়েছেন মানুষের মধ্যে এইচএফআরএস সংক্রামন অত্যন্ত বিরল৷ তবে গোটা বিশ্বে কোরোনা আক্রান্তের পর ফের চিনা ভাইরাস হান্টা এর কথা প্রকাশ্যে আসতেই ভীত সাধারন মানুষ৷