লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা | এখনো পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 75 জনের | অন্যদিকে ভারতে তিন হাজারের বেশি মানুষের শরীরে কোভিড19 এর হদিস পাওয়া গেছে | তবে স্বস্তির খবর এই যে, তার মধ্যে 213 জন করোনা আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন | তবে জানা গিয়েছে আক্রান্তের মধ্যে 65 জন বিদেশী নাগরিক | ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের হদিস মিলেছে মহারাষ্ট্রে | সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 890, মৃত্যু হয়েছে 90 জনের | মহারাষ্ট্রের পরই রয়েছে রাজধানী দিল্লি, সেখানে 445 জনের শরীরে করোনার হদিস মিলেছে | তার মধ্যে মৃত্যু হয়েছে 6 জনের | এইভাবে প্রতিদিনই ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা | তবে দেশবাসীকে করোনার করাল থাবা থেকে রক্ষা করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন কেন্দ্রীয় সরকার | এই সংকট নিয়ে আলোচনা করতে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |