July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা ভাইরাসের দাপটে এবারে বন্ধ ইস্কনের শোভাযাত্রা


গোটা রাজ্যজুড়ে করোনা ভাইরাসের দাপটে মানুষ ভয়ে কাঁপছে। এদিকে রথের আর মাএ কিছু দিন বাকি রয়েছে। সেই নিয়ে গতকাল একটি মিটিং করা হয় ইস্কনের সব ডিভিশনের পক্ষ থেকে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় এবারে বন্ধ ইস্কনের শোভাযাত্রা। রথের ৪৫ দিন আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়, সেদিন ভক্তদের সমাগম হয় মন্দিরে। এবারে স্নানযাত্রার দিন নিষিদ্ধ করা হয়েছে ভক্তদের প্রবেশ।

অন্যদিকে, রথের দিন যে শোভাযাত্রা বের হয় তাও এবারে হবে না বলেই জানা গিয়েছে। পুজোর ও অন্যান্য সমস্ত আচার অনুষ্ঠান পুরোটাই হবে মন্দিরের ভিতরে। সেখানে প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ভক্তদের। পাশাপাশি ভক্তদের কথা ভেবে স্নানযাত্রা থেকে রথযাত্রা ও উল্টো রথের সমস্ত পুজো উপাচার অনলাইনে দেখানোর উদ্যোগে নিয়েছে ইস্কন কতৃপক্ষ।

জানা গিয়ছে, যদি পুলিশের পারমিশন পাওয়া যায়, তবে ছোট ট্রলারে বিগ্রহ নিয়ে বেরোনো হবে ভক্তদের জন্য। সেখানে থাকবে একজন পুরোহিত। যে এলাকা দিয়ে যাবে ট্রলার সেই এলাকার মানুষেরা নিজের ঘরে থেকেই বিগ্রহের দর্শন করতে পারবে।