চীনা নোভেল করোনা ভাইরাসের দাপট গোটা বিশ্বে। এই ভাইরাসের থাবায় প্রতিক্ষণে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকছে৷ সোমবার করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হন উত্তর 24 পরগনার এক মহিলা৷ 45 বছর বয়সী ওই মহিলা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন এন আর এস হাসপাতালে৷ এরপরে তার নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য, তবে এখনো পর্যন্ত সেই রিপোর্ট এসে পৌঁছায়নি৷ রিপোর্ট আসার পরই গোটা বিষয় নিয়ে নিশ্চিত হবেন চিকিৎসকরা, এমনটাই জানিয়েছেন তারা৷
অন্যদিকে কিছুদিন আগে সংকটজনক অবস্থায় পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক প্রৌঢ়৷ সোমবার জানা গিয়েছে তার লান্সের সংক্রমণ কিছুটা আয়ত্তে আনা গেলেও কিডনির সংক্রমণ বাড়ছে বলে হাসপাতাল সূত্রে খবর। সাথে তার ইউরিনের সমস্যা রয়েছে, ইউরিনের সমস্যা স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিন্তায় রয়েছেন চিকিৎসকরা৷ আগামী 24 ঘন্টার ওই প্রৌঢ় ওকে নজরদারিতে রাখতে হবে বলেই হাসপাতাল সূত্রে খবর৷
পাশাপাশি রবিবার রাতে শেওড়াফুলির এক ব্যক্তির শরীরে করোনার হদিস মেলে৷ওই প্রৌঢ়কে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷ তার শরীরে অক্সিজেনের মাত্রা কমেছে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়েছে বলে খবর৷ সাথে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওই প্রৌঢ়কে নিয়ে চিন্তিত চিকিৎসকরা৷