গোটা দেশের পাশাপাশি রাজ্যেও ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসের থাবায় এবার বন্ধ হলো শহরের আরোও এক বেসরকারি হাসপাতালে। তবে সম্পূর্ণরূপে নয়, পিয়ারলেস হাসপাতাল আংশিক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, গত ২৯ এপ্রিল পিয়ারলেস হাসপাতালের ২ চিকিৎসক, ১ নার্স এবং ২ স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। হাসপাতাল আংশিক বন্ধ রেখে স্যানিটাইজেশন করা হবে। খোলা থাকবে হাসপাতালের প্রসূতি বিভাগ, ডায়ালিসিস ল্যাব ও রেডিওলজি, কেমোথেরাপির মত পরিষেবা।